প্রকাশিত : 19-10-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
বরিশালের নৌকার ধাক্কায় পড়ে গিয়ে বিএনপি নেতা মৃত্যু
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।বরিশালের হিজলায় মেঘনার শাখা নদীতে ইঞ্জিন চালিত জেলে নৌকার ধাক্কায় পড়ে গিয়ে অপর একটি নৌকার যাত্রী বিএনপি নেতা মৃত্যু হয়েছে।গতকাল শনিবার ১৯ শে অক্টোবর সন্ধ্যায় হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।নিহত আব্দুর রহমান সরদার (৩৫) উপজেলার চর মেমানিয়া গ্রামের বাসিন্দা ও মেমানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মৃত আব্দুর রাজ্জাক সরদারের ছেলে।রহমান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক বলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান সজল জানিয়েছেন। নৌ-পুলিশ পরিদর্শক ওহিদুল ইসলাম বলেন চর মেমানিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় বড়জালিয়া আসতে ছিল।এ সময় একটি মাছ ধরা জেলে নৌকা প্রশাসনের ধাওয়ায় পালাতে গিয়ে ওই নৌকায় ধাক্কা দেয়।এতে জেলে নৌকার মাস্তুল এসে রহমানকে আঘাত করে নদীতে ফেলে দেয়।পরে তাকে নদী থেকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রহমানকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান ঘটনার পর জেলে নৌকা পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।