প্রকাশিত : 21-10-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

কুষ্টিয়া মিরপুর থানা পুলিশ কর্তৃক মানব পাচার মামলার ভিকটিম উদ্ধার ও এজাহার নামীয় ২ আসামী গ্রেফতার

মোঃ আশিক আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া। কুষ্টিয়া মিরপুর  গত ২০ শে অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখে জনাব মোঃ মিজানুর রহমান পুলিশ সুপার কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব আব্দুল খালেক সহকারী পুলিশ সুপার,মিরপুর সার্কেল কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব আব্দুল আজিজ (পুলিশ পরিদর্শক তদন্ত) ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মিরপুর থানা কুষ্টিয়ার নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/অসিত কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে।মিরপুর থানার মামলা নং-১৩, তারিখ- ১৯  /১০/ ২০২৪ ইং,ধারা-২০১২ ইং সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এর ৭/১০(১) এর ভিকটিম মোছাঃ ফুলরানি (৫),পিতা মোঃ তারিকুল হক,গ্রাম-নওদা বহলবাড়ীয়া,থানা-মিরপুর,জেলা-কুষ্টিয়াকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধৃত আসামী সুদেবী খয়রাতী (১৫),পিতা-সুবীর খয়রাতী,গ্রাম-চরদুয়ানি,থানা-পাথরঘাটা,জেলা-বরগুনা,বর্তমান ঠিকানা-গ্রাম-উত্তর সোনাখালী,থানা-মঠবাড়িয়া,জেলা-পিরোজপুরকে নিয়ে অভিযান পরিচালনা করে উক্ত মামলার ঘটনার মূল পরিকল্পনাকারী আসামী মোঃ নায়েব আলী (৩৫),পিতা-মোঃ রফিক শেখ,গ্রাম-গোপগ্রাম, (শ্যামগঞ্জ),থানা-খোকসা,জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়েছে।