প্রকাশিত : 22-10-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ১১ জন গ্রেফতার,১১ মামলা রুজু

নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য উদ্ধারসহ ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৪ পিস ইয়াবা,১ কেজি ৭০ গ্রাম গাঁজা,১ .৫ গ্রাম হেরোইন ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রুজু হয়েছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার ২১ শে অক্টোবর সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে ও মাদকের সাথে জড়িতদের গ্রেফতারে ডিএমপির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।