প্রকাশিত : 24-10-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় "দানা"

নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় "দানা"।বৃহস্পতিবার ২৪ শে অক্টোবর রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে।ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সময় পশ্চিমবঙ্গের উপকূলে জলোচ্ছ্বাস প্রবল হতে পারে,সতর্ক করেছে ভারতীয় আবহাওয়া দফতর।ঢেউয়ের উচ্চতা হতে পারে সর্বোচ্চ ১৪ ফুটেরও বেশি। সমুদ্রে ১২ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উপকূলের দিকে এগোচ্ছে "দানা"। অভিমুখ মূলত উত্তর-পশ্চিম। আবহবিদেরা জানিয়েছেন ওডিশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে "দানা" আছড়ে পড়তে পারে।বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপকূলে ঢেউয়ের উচ্চতা হবে সবচেয়ে বেশি।পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গের উপকূলে বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টার মধ্যে ঢেউ উঠতে পারে ৯.৮৪ ফুট থেকে ১৪.৪৩ ফুট পর্যন্ত। এই সময়ের মধ্যে উপকূল খালি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।আলিপুর থেকে শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী, "দানা" ওডিশার পারাদ্বীপ থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, ধামারা থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ দিকে রয়েছে।আলিপুর আবহাওয়া দফতরের এক কর্মকর্তা জানান পশ্চিমবঙ্গে "ল্যান্ডফল" না হলেও "দানা'য় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়।সেখানে বৃহস্পতিবার রাত থেকে ঝড়ের গতি হতে পারে ১০০ কিলোমিটারের বেশি। সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে পূর্ব মেদিনীপুরে।এ ছাড়া, সুন্দরবনসহ দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশ "দানা'র তাণ্ডবের সাক্ষী থাকবে। ঝড়ের গতি হতে পারে ৯০ থেকে ১০০ কিলোমিটার। কলকাতায় ঝড় বইতে পারে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে। সতর্কতা জারি করা হয়েছে হলদিয়া এবং কলকাতা বন্দরেও।"দানা'র প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।কলকাতা,হাওড়া,হুগলি এবং উত্তর ২৪ পরগনায় শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।একই সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামেও।তবে পুরুলিয়া,বাঁকুড়া,পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান,মুর্শিদাবাদ এবং নদিয়াতেও শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।বৃহস্পতিবার এবং শুক্রবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে।ঐ সতর্কতা রয়েছে শুক্রবার ঝাড়গ্রামে।দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি চলবে শনিবারও।