প্রকাশিত : 30-10-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
শাহরাস্তি-হাজীগঞ্জে প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মুমিনুল হকই সেরাঃ কবি আব্দুল হাই সিকদার
সৈয়দ মোঃ মোতাহের হোসাইন,করেসপন্ডেন্ট,শাহরাস্তি,চাঁদপুর। সৌদি আরব রিয়াদ শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম বিলাসের আমন্ত্রণে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মিলনমেলা ও গনভোজ পরবর্তী এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।গতকাল সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের পরানপুর গ্রামে বিএনপি নেতা মোঃ ফখরুল ইসলাম বিলাসের বাসভবন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোঃ মোজাহের হোসেনের সভাপতিত্বে উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম নেতা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার। তিনি তার বক্তব্য বলেন "আমি চাঁদপুরে এসে শাহরাস্তি হাজীগঞ্জে রাজনৈতিক বিশ্লেষণে যা বুঝতে পেরেছি,এখানে ধানের শীষের প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মমিনুল হকেই সেরা।তিনি বিগত দিনের আন্দোলন সংগ্রাম, দলীয় নেতা-কর্মীদের শক্তি সাহস,মামলা হামলায় জর্জরিত নেতাকর্মীদের পাশে থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন।" তার অবদানের কথা তুলে ধরে এবং দুঃসময়ে বিএনপির কান্ডারী হিসেবে এ জনপদে দায়িত্ব ভার গ্রহণ করে অবদান রাখার কথা তুলে ধরেন। ওই সময় তিনি বিগত সরকারের রাজনৈতিক নানান সমালোচনা করে । ষড়যন্ত্র এখনো চলছে বলে সবাইকে সতর্ক করে। একই সঙ্গে বর্তমান সরকারকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের নিকট ক্ষমতা হস্তান্তরের আহবান করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ হুমায়ূন কবির বেপারী,বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও বাংলাদেশ চীন কালচারাল সেন্টারের সভাপতি,উপজেলা বিএনপির সভাপতি আয়েঁত আলী ভূঁইয়া,সহ-সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ রুপন পাটোয়ারী, আবুল কালাম আতাহার,সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন,সাবেক বিএনপি নেতা মোঃ আক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম,সাবেক উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন,পৌর বিএনপি'র যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ,পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ মোঃ মাসুদ সিকদার,সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন,উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিঃ এবিএম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন,উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ হেলাল উদ্দিন,পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক,ওলামা দলের নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান।রায়শ্রী দক্ষিণ ইউপি'র বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার,রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদল সভাপতি আলম,বিএনপি নেতা হেমায়েতুল ইসলাম সুমন মেম্বার প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া শাহরাস্তি উপজেলা ও সকল ইউপির, ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।