প্রকাশিত : 30-10-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

কমল হজ্বে যাওয়ার খরচ,প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ।সরকারি ব্যবস্থাপনায় হজ্বে যাওয়ার খরচ কমেছে।২০২৫ ইং সালে হজ্বে যাওয়ার জন্য দু'টি প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।ঘোষণা অনুযায়ী আগামী বছর সরকারি ব্যবস্থাপনার সাধারণ হজ্ব প্যাকেজ-১-এ খরচ পড়বে চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা।আর সাধারণ হজ্ব প্যাকেজ-২-এ খরচ পড়বে পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।এছাড়া বেসরকারি মাধ্যমে সাধারণহজ্ব প্যাকেজ নির্ধারিত হয়েছে চার লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।আজ বুধবার ৩০ শে অক্টোবর সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা এ হজ্ব প্যাকেজ ঘোষণা করেন।তার ঘোষণা অনুসারে সরকারি প্যাকেজ-১-এ হজের খরচ কমেছে এক লাখ নয় হাজার ১৪৫ টাকা।আর সরকারি প্যাকেজ-২ এ কমেছে ১১ হাজার ৭০৭ টাকা।