প্রকাশিত : 31-10-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার
সিনিয়র করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই সাত কলেজের প্রশাসনিক কার্যক্রম এখন থেকে আলাদাভাবে পরিচালিত হবে।গতকাল বৃহস্পতিবার ৩১ শে অক্টোবর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।শফিকুল আলম বলেন ৭ কলেজের প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করতে এই নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ হয়েও,কলেজগুলোর জন্য আলাদা রেজিস্ট্রার,ডেডিকেটেড কর্মকর্তা থাকবে।এসব পদক্ষেপ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরামর্শে নেয়া হবে।শিক্ষা উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার সাথে ৭ কলেজের প্রতিনিধিদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।প্রধান উপদেষ্টার অনুরোধে,বিক্ষোভরত ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে জনদুর্ভোগ না বাড়িয়ে শিক্ষাঙ্গনে ফিরে যেতে পরামর্শ দেয়া হয়েছে।গত কিছুদিন ধরে শিক্ষার্থীরা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে সায়েন্সল্যাব এলাকায় অবরোধ করে আন্দোলন করে আসছেন।সরকারি সাত কলেজের তালিকায় রয়েছে,ঢাকা কলেজ,ইডেন মহিলা কলেজ,সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ,কবি নজরুল কলেজ,বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ,মিরপুর সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।