প্রকাশিত : 01-11-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

চাঁদপুরের শাহরাস্তিতে মাদক ব্যাবসায়ী খোরশেদ দম্পতির শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী

জেলা করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল। চাঁদপুর জেলার শাহরাস্তি পৌরসভার ১নং ওয়ার্ডের মাদক ব্যাবসায়ী খোরশেদ দম্পতির শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।২৮ মামলার মাদকের আসামি খোরশেদ আলম ও তার স্ত্রী রাবেয়া আক্তার রুম্পার বিরুদ্ধে মানববন্ধন চলা কালে মাদক কারবারি খোরশেদ নিজেই হাজির হয়ে তার অপরাধ স্বীকার করে এলাকাবাসীর সহযোগিতা চাইলেন।প্রকাশ্যে এলাকাবাসী উদ্দেশ্যে খোরশেদ বলেন আমার বিরুদ্ধে ২৩ টি ও আমার স্ত্রীর বিরুদ্ধে ৫ টি মামলা রয়েছে।কিছু হলেই পুলিশ আমাকে ধরে নিয়ে যায়।আমি এ পথ থেকে ফিরে আসতে চাই আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি আর মাদক বিক্রি করবো না।সন্ধ্যা ৭ টায় শাহরাস্তি পৌর এলাকার ১ নং ওয়ার্ডের বটতলা এলাকায় মাদক ব্যবসায়ী খোরশেদ ও তার স্ত্রী রুম্পার হাত থেকে সমাজকে রক্ষায় মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী।অদ্য ১ নভেম্বর সন্ধ্যায় বটতলায় মানববন্ধনে বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপে কামনা করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন অহিদুর রহমান,হাজী মোহাম্মদ হারুনুর রশিদ,শহীদুল ইসলাম খোকন,তানিউল আলম সাম্মি,মোঃ সালামুতুল্লাহ সেলিম,আনিছুর রহমান,মিজানুর রহমান,জহিরুল ইসলাম,মোঃ আরিফ হোসেন প্রমুখ।তারা দাবি করেন এলাকার মাছুম বাচ্চারা মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ছে,তাদেরকে পুলিশ আটক করলেও কয়েকদিন পর ছাড়া পেয়ে আবারো মাদক ব্যবসা শুরু করে।তারা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করা হবে।সুমন মীর বলেন আমরা মাদকমুক্ত সমাজ চাই। আমাদের এলাকায় কোন মাদক ব্যবসায়ী থাকতে পারবে না।আরিফ হোসেন বলেন তাদের কারণে আমাদের এলাকার বদনাম হচ্ছে।সবাই বাবা খোরশেদের নামে আমাদের এলাকার পরিচয় দিয়ে থাকে।আমরা বর্তমানে আতংকে রয়েছি।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।জহিরুল ইসলাম বলেন মেহের কলেজের শিক্ষার্থীরা এখানে এসে মাদক নিয়ে যায় আমাদের যুবসমাজকে রক্ষা করতে হবে।মানববন্ধন শেষে মাদক ব্যবসায়ী খোরশেদ আলম ও তার স্ত্রী রাবেয়া আক্তার রুম্পা এলাকাবাসীর নিকট মুচলেকা দেন।মাদক ব্যবসায়ী খোরশেদ আলম দম্পতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ২ মানববন্ধনে হাজির হয়ে নিজের অপরাধ স্বীকার করে বক্তব্য রাখছেন মাদক ব্যবসায়ী খোরশেদ আলম।