প্রকাশিত : 04-11-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
আওয়ামী লীগের শাসনামলে পণ্যের দাম নিয়ে কথা না বলায় ক্ষমা চেয়েছেন অভিনেত্রী অহনা
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। অল্প সময়ের মধ্যে অভিনয়গুণে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।এছাড়া অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন এ অভিনেত্রী।সার্বক্ষণিক নিজের ভালো লাগা-মন্দ লাগার বিষয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে থাকেন অহনা।অহনা রহমান ২০০৮ ইং সালে তার অভিনয় জীবন শুরু করেন এবং দ্রুতই টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে জনপ্রিয়তা অর্জন করেন।তার অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো,ফ্যামিলি ক্রাইসিস,প্রিয়তমা আমার,মেঘের ছায়া,বৃষ্টি বিলাস ইত্যাদি।সম্প্রতি অহনা রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে দেশের বাজারে পণ্যের দাম নিয়ে কথা বলেছেন।সেই সাথে পোস্টের কমেন্ট বক্সে এক ভক্তের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের শাসনামলে পণ্যের দাম বৃদ্ধি নিয়ে কথা না বলায় ক্ষমা চেয়েছেন এ অভিনেত্রী।পোস্টে অহনা লিখেছেন "অফার ভালো,কিন্তু সবসময় তো আর মাংস খেতে ভালো লাগবে না।খাবারের দাম যেভাবে বাড়ছে,তাতে করে কিছু দিন পর মাটি দিয়ে বিস্কুট বানিয়ে খেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তুমি ভালো রাখো"।তার এ মন্তব্যে ফেরদৌস ওয়াহিদ নামে এক ভক্ত অহনাকে মেনশন করে লিখেছেন প্লিজ সম্মান করি আপনাকে,সেই জায়গাটা নষ্ট না করার অনুরোধ করছি।গেল বছর এই সময়ে ১২০০ টাকায় কাঁচামরিচ আর ২০০ টাকায় পেঁয়াজ কিনে খাওয়া জাতি আমরা।তখন আপনাদের অসুবিধা হয়নি, এখন কেন এত অসুবিধা হচ্ছে আমাদের?এরপর অহনা সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে লিখেছেন-আপনি দয়া করে আমাকে ভুল বুঝবেন না।তখনকার আহাজারি এতটা বোঝা যায়নি, যেটা এখনকারটায় শোনা যায়। আর আমি সত্যিই লজ্জিত, কারণ তখন আমার কথা না বলার জন্য। আমাকে সবাই মাফ করবেন।