প্রকাশিত : 07-11-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে ২০ জন গ্রেফতার,১২ মামলা দায়ের
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)'র বিভিন্ন অপরাধ বিভাগ।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি ৭৮০ গ্রাম গাঁজা,১ হাজার ৯ ইয়াবা,৭ লিটার দেশি মদ ও ৩১ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার সকাল ৬টা থেকে অদ্য সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা দায়ের করা হয়েছে।