প্রকাশিত : 10-11-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ ১১ জন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে ৫৬০ গ্রাম গাঁজা,১১০ পিস ইয়াবা,১ গ্রাম হেরোইন ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ৬টা থেকে অদ্য রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা দায়ের করা হয়েছে।