প্রকাশিত : 10-11-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

ফারুক আহমেদ সূর্য,জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট। ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও র‍্যালী শেষে  বিক্ষোভ সমাবেশ করে লালমনিরহাট জেলা বিএনপিসহ এর অঙ্গসহযোগী সংগঠনগুলো।সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।তিনি বলেন বিগত সরকারের দুঃশাসন ও দেশকে নিয়ে  ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীসহ সকল জনগনকে ঐক্যবদ্ধ থাকতে আহবান জানান।উক্ত র‍্যালিটি দুপুর ৩টায় শুরু হয়ে জেলা শহরের মেইন রোড গুলো প্রদক্ষিণ করে মিশনমোড় গোল চত্বর হয়ে হামার বাড়ি সমাবেশ স্থানে এসে মিলিত হয়।এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এ্যাডঃ রফিকুল ইসলাম,জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল,জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম মমিনুল হক,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজমুল প্রামানিক,পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন,জেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল বাশার সুমন,জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবু ইয়াহিয়া ইউনূস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাডঃ আঞ্জুমান আরা শাপলা,জেলা শ্রমিকদলের সভাপতি অমর ফারুক বাবলু,রেল শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসউদ্দিন খন্দকারসহ বিপুল সংখ্যক বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী  উপস্থিত ছিলেন।