প্রকাশিত : 10-11-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
গুলিস্তান এলাকা থেকে রাত পর্যন্ত ২০ থেকে ২৫ জন আটক,যাচাই-বাছাই চলছে
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এ থেকে শুরু হওয়ার সরকার পতনের আন্দোলনে গণহত্যা চালানো পতিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল গতকাল রবিবার ১০ ই নভেম্বর।এ কর্মসূচি প্রতিহত করতে সকাল থেকেই রাজধানীর নূর হোসেন চত্বর ও আওয়ামী লীগ পার্টি অফিসের আশপাশে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।এছাড়া বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোও এসব এলাকায় অবস্থান নিয়েছিল।জানা গেছে বিক্ষোভ মিছিল করতে আসা ফ্যাসিবাদ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কয়েকজনকে পুলিশের হাতে তুলে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।এছাড়া তাদের পাশাপাশি দায়িত্বরত পুলিশ সদস্যরাও বেশ কয়েকজনকে পাকড়াও করেছে।পুলিশ জানায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার সদস্যরা বেশ কয়েকজন ধরে পুলিশকে সোপর্দ করেছে।এছাড়া পুলিশে বেশ কয়েকজনকে পাকড়াও করেছে।গতকাল রবিবার সকাল থেকে রাত পর্যন্ত ২০ থেকে ২৫ জনকে আটক করা হয়েছে।তাদের যাচাই-বাছাই চলছে।পল্টন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন গুলিস্তানে নূর হোসেন চত্বর,বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বেশ কয়েকজনকে পুলিশের হাতে সোপর্দ করেন।এছাড়া পুলিশ ঐ সব এলাকা থেকে আরও কয়েকজনকে আটক করেছে।অন্তত ২৫ জনকে আটক করা হয়েছে।তাদের থানায় এনে যাচাই-বাছাই করা হচ্ছে।প্রমাণ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।