প্রকাশিত : 13-11-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

ঢাকাগামী নকশিকাঁথা,বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেসের রুট পরিবর্তন সিদ্ধান্ত বাতিল প্রসঙ্গে স্মারকলিপি প্রদান

মাহাফুজ আনাম সিনহা,রিপোর্টার,মিরপুর,কুষ্টিয়া। গতকাল ১২ ই নভেম্বর মঙ্গলবার কুষ্টিয়ার জনসাধারণ কুষ্টিয়া জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।কুষ্টিয়া অঞ্চলের  জনসাধারণ এর পক্ষে  স্মারকলিপিতে উল্লেখ করেন,খুলনা-ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস,বেনাপোল-ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ও খুলনা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটারের বর্তমান রুট পরিবর্তন সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে।যা একটি জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করছে অত্র অঞ্চলের জনসাধারণ।পোড়াদহ-কুষ্টিয়া-রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা রুটটি অত্যন্ত ব্যস্ততম একটি রুট।এবং এ রুটে বর্তমানে ৩টি ঢাকাগামী আন্তঃনগর ট্রেন এবং একটি কমিউটার ট্রেন থাকা সত্ত্বেও প্রচুর যাত্রীচাপ লক্ষ্য করা যায়।যাত্রী চাপে মাঝে মাঝে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেসের কোচ ড্যামেজের সংবাদ পাওয়া যায়।এমতাবস্থায় ২টি আন্তঃনগর ও একটি কমিউটার ট্রেন (মোট তিনটি ট্রেন) এই রুট থেকে প্রত্যাহার করলে জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছবে।কুষ্টিয়ার জনসাধারণের দাবিঃ-১) জনস্বার্থ বিরোধী ও জনভোগান্তিপূর্ণ এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ট্রেনের রুট বাতিল চলবে না।২) যদি বিদ্যমান ট্রেনত্রয়ের রুট পরিবর্তন করতেই হয়। তবে অত্র অঞ্চলের জনসাধারণের সুবিধা বিবেচনায় ঢাকাগামী ও খুলনাগামী নতুন ট্রেন চালু করতে হবে। ৩) রুট পরিবর্তন করার পূর্বে রাজবাড়ী, কুষ্টিয়া রুটে নতুন ট্রেন দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। ৪) জনস্বার্থ বিবেচনায় নিয়ে আগামী ৫ কার্যদিবস এর মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের বিষয়ে সুস্পষ্ট বিবৃতি পেশ করতে হবে। (তথ্যসূত্রঃ যমুনা টিভি, ঢাকা পোস্ট)