প্রকাশিত : 13-11-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন,নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট
বিশেষ প্রতিবেদক,চট্টগ্রাম। চট্টগ্রাম নগরীর জহুর আহমেদ স্টেডিয়ামের পাশে ১টি ফোম কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।অদ্য বুধবার ১৩ ই নভেম্বর বিকেল সোয়া ৪টার দিকে পাহাড়তলী থানা এলাকায় অবস্থিত ঐ কারখানায় আগুনের সূত্রপাত ঘটে।এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুম।এক অপারেটর জানায় বিকেল ৪টা ২৫ মিনিটের আগুনের সংবাদ পাই।এরপর একে একে আগ্রাবাদ ও বন্দর স্টেশন থেকে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তারা এখনো কাজ করছে।তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।