প্রকাশিত : 13-11-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
মধ্যরাতেও পঙ্গু হাসপাতালের সামনে চলছে বিক্ষোভ,স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগের দাবি
নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে বিক্ষোভ করছেন জুলাই-আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিরা।গতকাল বুধবার দিবাগত ১৪ ই নভেম্বর দিবাগত মধ্যরাতেও পঙ্গু হাসপাতালের সামনের রাস্তায় বসে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন তারা।তারা বলছেন স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। দাবি না মানা পর্যন্ত রাস্তা ছাড়বেন না তারা।অন্য উপদেষ্টারা গেলে তাদের সামনে দাবি-দাওয়া তুলে ধরবেন।আহত ব্যক্তিরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় আগারগাঁও থেকে শ্যামলী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।এতে ওই এলাকায় যানজট তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।জুলাই-আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিদের দেখতে বুধবার সকালে পঙ্গু হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন আহত ব্যক্তির খোঁজ খবর নিয়ে হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সাথে বৈঠক করে বেরিয়ে যাচ্ছিলেন। তখনই হাসপাতাল ভবনের সামনে তিনি চিকিৎসাধীন আহত ব্যক্তিদের ক্ষোভের মুখে পড়েন।উপদেষ্টা সবার সাথে দেখা করেননি অভিযোগ তুলে বিক্ষোভ করেন আহত ব্যক্তিরা।পরে স্বাস্থ্য উপদেষ্টা চলে যাওয়ার পর আহত ব্যক্তিরা পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন।খবর পেয়ে পাশের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আহত অভ্যুত্থানকারী ব্যক্তিরাও সেখানে এসে বিক্ষোভে যোগ দেন।এতে ঐ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।এর পর থেকে তাদের এ বিক্ষোভ চলছে।