প্রকাশিত : 13-11-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

বরিশালে ঝুলন্ত অবস্থায় রুপা আক্তার (১৮) নামে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি,বরিশালবরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় রুপা আক্তার (১৮) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল বুধবার ১৩ ই নভেম্বর বিকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রুপা সৌদি প্রবাসী লিমন শেখের স্ত্রী এবং দেলোয়ার ব্যাপারীর মেয়ে।রুপা তার বাবা-মা ও ছোট ভাইয়ের সাথে নগরীর লুৎফুর রহমান সড়কের জাহাঙ্গীর হোসেনের ভাড়া বাসায় বসবাস করতেন।বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির শিকদার জানান প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়েছে।তবে বিস্তারিত তথ্য জানার জন্য তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। অফিসার ইনচার্জ (ওসি) জাকির শিকদার বলেন বুধবার বিকালে একটার দিকে রুপার ছোট ভাই রামিন তার কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি দেয়।তখন রুপাকে গলায় ওড়না পেঁচিয়ে রুমের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।এরপর দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে,চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।