প্রকাশিত : 17-11-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
৩১ শে জানুয়ারি গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হবে বিশ্ব ইজতেমা
নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।আগামী ২০২৫ ইং সালের ৩১ জানুয়ারি থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হবে বিশ্ব ইজতেমা।অদ্য রবিবার ১৭ ই নভেম্বর বিকেলে এ এ তথ্য জানিয়েছেন বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান ও আবু সায়েম।তারা জানান প্রতি বছরের মতো ২০২৫ ইং সালের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে।আগামী ৩১ ইং জানুয়ারি আম বয়ানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।পরে ২ রা ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব।এবারও বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা মোহাম্মদ জুবায়ের অনুসারী (শুরায়ী নেজাম)।৭ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার ২য় পর্ব।২য় পর্ব পরিচালনা করবেন তাবলিগ জামাতের মাওলানা সাদ অনুসারীরা।৯ ই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।১ম পর্বের আয়োজনকারীরা তাদের আয়োজন শেষে ইজতেমার মাঠ ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে ৪ ঠা ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে বুঝিয়ে দেবেন।পরে ২য় পর্বের আয়োজনকারীরা ওইদিন বিকেলে ঐ কমিটির কাছ থেকে ইজতেমার মাঠ বুঝে নেবেন।ইজতেমার ২য় পর্ব শেষে ১১ ই ফেব্রুয়ারি দুপুরে আয়োজকগণ কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন।তারা আরও জানান এবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ উপস্থিত থাকবেন বলে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করেছেন।