প্রকাশিত : 17-11-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
চলতি মাসের ১৭ দিনে ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে চলতি মাসের ১৭ দিনে ডেঙ্গুতে ১০০ জনের মৃত্যু হলো।আজ রবিবার ১৭ ই নভেম্বর স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৩৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।এতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২৩ জন,চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৭২ জন,ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২০৯ জন,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন,রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৬ জন,রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯ জন,সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন রয়েছেন।২৪ ঘণ্টায় এক হাজার ৫১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন চলতি বছরে মোট ৭৩ হাজার ৫৩৪ জন ডেঙ্গুরোগী ছাড়পত্র পেয়েছেন।চলতি বছরের ১৭ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭৯ হাজার ৯৮৪ জন। এর মধ্যে ৬৩ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক নয় শতাংশ নারী রয়েছেন।চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৪১৫ জন।স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় জুলাই থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে।জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন আক্রান্ত হন।আগস্টে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণের বেশি হয়, যার পরিমাণ ৬ হাজার ৫২১ জন। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত প্রায় ৩ গুণ বেড়ে হয় ১৮ হাজার ৯৭ জন।অক্টোবরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন।২০২৩ ইং সালের ১ লা জানুয়ারি থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়,পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।