প্রকাশিত : 18-11-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের বক্তব্যে আমি আশাহত হয়েছিঃ মির্জা ফখরুল

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা একটা ক্রান্তিকাল পার করছি।গতকাল রবিবার ১৭ ই নভেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে আমি আশাহত হয়েছি।ধারণা করেছিলাম তিনি তার প্রজ্ঞা দিয়ে একটা নির্বাচনের রূপরেখা দেবেন।অদ্য সোমবার ১৮ ই নভেম্বর জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।সংস্কার দৃশ্যমান করার আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন বিএনপি এখন পর্যন্ত আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছি।কিন্তু ফ্যাসিবাদের দোসররা সচিবালয়ে বসে আছেন।তারা তো আপনাকে সংস্কার করতে দেবেন না। তবুও মানুষ মেনে নিচ্ছে। তারা ভাবছে, আপনি একটা সুন্দর জিনিস দেবেন।বিএনপি মহাসচিব বলেন বিএনপি অবশ্যই সংস্কার চায়।তবে এমন সময় যেনো না নেয়া হয় যাতে জনগণের ভেতর ভ্রান্ত ধারণা তৈরি হয়।বিএনপি আগেই বলেছে একজন দু'বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না।পার্লামেন্ট হতে হবে দ্বিকক্ষ বিশিষ্ট।বিচার বিভাগের সংস্কারের কথা আগেও তারা বলেছেন।তারেক রহমানের কথা দেশবাসী ও তরুণরা গ্রহণ করছেন।ছাত্রদের সাথে দূরত্ব তৈরি করা যাবে না উল্ল্যেখ করে তিনি বলেন ছাত্ররা অনেক কথা বলছে, তাদের অধিকারও আছে।বিএনপি ১৫ বছর ধরে জান দিয়েছে,প্রাণ দিয়েছে।তিনি যখন বিভাগীয় সমাবেশ করতে তখন তারা বলতেন তরুণরা না আসলে বুক পেতে গুলি নেবে কে?তিনি আরও বলেন বয়স্করা আবার একটু হিসাবি।সেজন্যই বিএনপি মনে করে দ্রুত নির্বাচন হওয়া দেশের জন্য মঙ্গল।এই সরকার যত বেশি দিন থাকবে ততই সমস্যা বাড়বে।কারণ এই সরকারের কোনো মেন্ডেড নেই।হাসিনা পালিয়েছেন কেন?কারণ তিনি বুঝতে ভুল করেছেন। তিনি কারও কথা শোনেননি।কেউ যেন এমন কাজ না করে, যাতে দেশ অনিশ্চয়তার দিকে না যায়।