প্রকাশিত : 27-11-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
রাজধানীর খিলগাঁওয়ে বোনকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ভাইকে আটক
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।রাজধানী ঢাকার খিলগাঁওয়ে নবীনবাগ এলাকায় রুমি আক্তার (৩৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।পুলিশ বলছে এ ঘটনায় নিহতের মাদকাসক্ত বড় ভাই আব্দুস সালামকে (৪৩) আটক করা হয়েছে।অদ্য বুধবার ২৭ শে নভেম্বর বিকেলের দিকে খিলগাঁও নবীনবাগ গার্মেন্টস গলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই নারীকে মুমূর্ষু অবস্থায় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত রুমি খিলগাঁও নবীনবাগ এলাকায় স্বামী জহিরকে ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে থাকতো।তার বাবার নাম মৃত আবুল হাশেম।খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান প্রাথমিকভাবে জানা গেছে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভাই তার বোনকে ধারাল অস্ত্র দিয়ে পেটে আঘাত করলে গুরুতর জখম হয় রুমি।পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।এ ঘটনায় নিহতের আরেক ভাই বাবুল নামে একজন আহত হয়েছেন।তবে এ হত্যাকান্ডের সাথে জড়িত মাদকাসক্ত নিহতের অপর বড় ভাই আব্দুস সালামকে আটক করা হয়েছে।বিস্তারিত ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।মামলা প্রক্রিয়াধীন আছে।