প্রকাশিত : 29-11-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
তজুমদ্দিনে স্বেচ্ছাসেবকদল নেতাকে মারধরের প্রতিবাদে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
খন্দকার নিরব,ভোলা।ভোলার তজুমদ্দিনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল গফুর এর উপর হামলা ও মারধরের প্রতিবাদে কুঞ্জেরহাট টু তজুমদ্দিন সড়কের ফকিরহাট ও মুচি বাড়ি বাজারে সড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছে গফুর সমর্থকরা।গতকাল শুক্রবার ২৯ শে নভেম্বর তাদের কর্মসূচি পালনকালে সড়কের দু'পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।পরে খবর পেয়ে স্থানীয় সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মুঠোফোনে দোষীদের শাস্তির আশ্বাস দিলে অবরোধ প্রত্যাখ্যান করা হয়।জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে গফুরকে হামলা ও মারধর করে দুর্বৃত্তরা।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তজুমদ্দিন মধ্য বাজারে এ ঘটনা ঘটে।তিনি বর্তমানে ভোলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।