প্রকাশিত : 04-12-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

নরসিংদীর শিবপুরে প্রতিপক্ষের হামলায় চোখ হারাতে বসেছে প্রবাস ফেরত মাসুম মিয়া

বিশেষ প্রতিবেদক,নরসিংদী।নরসিংদী জেলার শিবপুর উপজেলায় জমির সীমানাকে নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চোখ হারাতে বসেছে প্রবাস ফেরত মাসুম মিয়া।গত মঙ্গলবার ৩ রা ডিসেম্বর বিকেলে উপজেলার সাধারচর ইউনিয়নের কালুয়ারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহত প্রবাস ফেরত মাসুম মিয়া কালুয়াকান্দা হারুন অর রশিদের ছেলে।মাসুম ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় জড়িত একই গ্রামের মৃত হালিম মিয়ার ছেলে আফজাল হোসেন (৫৫) ও তার ছেলে মোঃ সোয়েব মিয়া (২২) বলে অভিযোগ করেন ভুক্তভোগী।আহত প্রবাস ফেরত মাসুম মিয়ার বাবা হারুন অর রশিদ জানান আমার আপন চাচাত ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।গত মঙ্গলবার বিকেলে জমিতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে।গালিগালাজ করিতে নিষেধ করিলে আফজাল ও তার ছেলে মোঃ সোয়েব মিয়া (২২) সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন আমাকে ও আমার ছেলে মোঃ মাসুমকে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।এ সময় তাদের এলোপাতাড়ি লাঠির আঘাতে মাসুমের ডান চোখ গুরুতর জখম হয়।আমার মাথায় আঘাত করে কাটা রক্তাক্ত জখম করে।এসময় আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রতিপক্ষরা বিভিন্ন ধরণের ভয়ভীতি এবং হুমকি প্রদান করে পালিয়ে যায়।পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে মাসুমকে জাতীয় চক্ষু হাসপাতালে রেফার করেন।মাসুম ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ডাক্তার জানান মাসুমের ডান চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে।আর কোন দিন সে ডান চোখ দিয়ে দেখতে পারবে না।আমি এর সুষ্ঠ বিচার দাবি করছি।এই ঘটনায় শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেন মাসুমের বাবা হারুন অর রশিদ।ঘটনার পর থেকে অভিযুক্ত আফজালের মোবাইল ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাঈন বলেন, অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।