প্রকাশিত : 05-12-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর ব্যাবসায়ীদের একাংশের সংবাদ সম্মেলন

মোঃ জাহিদুল ইসলাম, করেসপন্ডেন্ট,ভূরুঙ্গামারী,কুড়িগ্রাম। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর আমদানী রপ্তানীকারক ব্যাবসায়ী সংগঠনের কমিটি নিয়ে দ্বন্দের জেরে ব্যাবসায়ীদের একাংশ সংবাদ সম্মেলন করেছেন।অদ্য বৃহস্পতিবার দুপুরে স্থলবন্দরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যাবসায়ীদের সংগঠনের সাবেক সহ সভাপতি আবুল হোসেন ব্যাপারী।বক্তব্যে তিনি বলেন সোনাহাট স্থলবন্দর আমদানী-রপ্তানীকারক সমিতির মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র বহিস্কৃত নেতা শাহীন শিকদার প্রভাব  খাটিয়ে অব্যাবসায়ীদের দিয়ে একটি ৯ সদস্য আহবায়ক কমিটি গঠন করেছেন।যেটি নিয়মবর্হিভূত।তিনি দাবী করেন এই কমিটি গঠনের পর সোনাহাট স্থলবন্দর ব্যাবসায়ীদের মধ্যে  প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।আহবায়ক কমিটি বাতিল করে রাজনৈতিক মুক্ত নতুন কমিটি গঠনের দাবী করেন তিনি।