প্রকাশিত : 07-12-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 22, 2024
সময়ের সাড়া জাগানো বর্ষীয়াণ বলিউড অভিনেত্রী সায়রা বানু গুরুতর অসুস্থ
বিনোদন ডেস্ক,দৈনিক প্রথম সকাল। হিন্দি চলচ্চিত্রের এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী সায়রা বানু গুরুতর অসুস্থ।নিউমোনিয়ায় আক্রান্ত বলিউডের বর্ষীয়াণ এই অভিনেত্রীর অবস্থা বেশ সঙ্কটজনক।পাশাপাশি ৮০ বছর বয়সী সায়রা বানুর হাঁটুতে দু’টি ক্লট ধরা পড়েছে।আনন্দবাজার,সংবাদ প্রতিদিনসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে বেশ কয়েক দিন ধরে সায়রা বানুর শারীরিক অবস্থা ভাল নেই।বাড়িতে তিনি ঠিক মতো চলাফেরাও করতে পারছেন না।আপাতত বাড়িতেই চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি।তাঁকে হাসপাতালে ভর্তি করা হবে কিনা,তা সিদ্ধান্ত নেওয়া হয়নি।দিলীপ কুমার এবং সায়রা বানুর দাম্পত্য বলিউডের ইতিহাসে বরাবরই চর্চায় থেকেছে।বয়সকে এক পাশে সরিয়ে দিলীপ কুমারকে চুপি চুপি মনও দিয়ে ফেলেছিলেন সায়রা।তবে দিলীপ কুমার একেবারেই সেটা টের পাননি প্রথমে।ততদিনে শাম্মি কাপুরের বিপরীতে বলিউডে পা দিয়ে ফেলেছেন সায়রা বানু।সায়রার মিষ্টি চেহারা নিয়ে বলিউডে ঐ সময় নানা কথা। দিলীপ কুমারেও চোখ এড়িয়ে যায়নি। সায়রার মিষ্টি স্বভাবে অল্প হলেও মন মজেছিল দিলীপ কুমারের।শোনা যায় প্রথম দেখাতে নাকি সায়রার ভূয়সী প্রশংসাকরেছিলেন দিলীপ।আর তা শুনে সায়রা একেবারেই লজ্জায় লাল। সেই প্রথম আলাপের পরেই প্রেমের সূত্রপাত।১৯৬৬ ইং সালের ১১ ই অক্টোবর সায়রা বানুকে বিয়ে করেন দিলীপ কুমার।তখন সায়রার বয়স ২২,দিলীপ কুমারের ৪৪। ঐ সময় তাদের বিয়ে নিয়ে বলিপাড়ায় সমালোচনার ঝড় বয়ে যায়।দিলীপ কুমার তাঁর বায়োগ্রাফিতে লিখেছিলেন সায়রার গর্ভে এসেছিল সন্তান।তবে সন্তান ধারনের পর সায়রা অসুস্থ হয়ে পড়েন।চিকিৎসক বাঁচাতে পারেনি দিলীপ-সায়রার সন্তানকে।ঠিক এই ঘটনার পরেই দিলীপ কুমার ১৯৮১ ইং সালে ফের বিয়ে করেন।যা কিনা টিকে ছিল মাত্র দু'বছর।প্রেমের টানে ফের সায়রার কাছেই ফিরে আসেন তিনি। বায়োগ্রাফিতে দিলীপ কুমার জানিয়েছেন ২য় বিয়ের সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল।অন্যদিকে দিলীপ কুমারের সংসারে মন দিতেই নিজের কেরিয়ারকে বিসর্জন দিয়েছেন।তার আগে "সাহিগা মাহাতো" "গোপী" এবং "দুনিয়া" ছাড়াও বেশ কিছু ছবিতে এই জুটি অভিনয় করেন। সিনেমা জগতকে বিদায় জানিয়ে দিলীপ কুমারকেই জীবনের মূলমন্ত্র করেছিলেন সায়রা বানু।হঠাৎ দ্বিতীয় বিয়ে করে স্বামী ছেড়ে যাওয়ায় ভেঙ্গেও পড়েছিলেন সায়রা বানু। তবে দিলীপের প্রতি ভালবাসা একটুও কমেনি।আর একারণে ২য় বিয়ের দুই বছর পর আবারো সায়রার কাছে ফিরে আসেন দিলীপ কুমার। দিলীপকুমারের বার্ধক্যে তাঁর পাশে সায়রার বজ্রকঠিন উপস্থিতি "ভঙ্গুর" মায়ানগরীতে দৃষ্টান্ত হিসাবেই রয়ে গিয়েছে।দীর্ঘকালীন বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ২০২১ ইং সালের ৭ ই জুলাই প্রয়াত হন দিলীপ কুমার।দিলীপ কুমারের কথা উঠলেই সায়রা বলতেন দিলীপ কুমার আমার কাছে কোহিনুর। যার প্রেমে সারাজীবন আবদ্ধ থাকব।