প্রকাশিত : 10-12-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
কোটালীপাড়ায় সতীশ রায় (৭৫) নামক দিন মজুরের রহস্য জনক মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি।গোপালগঞ্জের কোটালীপাড়ায় সতীশ রায় (৭৫) নামক পাঁচ সন্তানের জনক এক দিন মজুরের রহস্য জনক মৃত্যু হয়েছে।সে কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের শৈলদহ গ্রামের মৃত প্রভাত রায়ের ছেলে।গতকাল সোমবার ৯ ই ডিসেম্বর দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায় মৎস্য শিকারীরা গভীর রাতে নিজ নৌকার সাথে রশি দিয়ে বাঁধা বাড়ির পাশে খালের মধ্যে ভাসমান অবস্থায় নিহতের লাশ দেখতে পেয়ে স্বজনদেরকে খবর দেয়।নিহতের স্ত্রী লক্ষী রায় সাংবাদিকদের বলেন আমার স্বামী রামশীল বাজারে টুকি টাকি বেচা-কেনা শেষে প্রায়ই অনেক রাতে বাড়ী ফিরতেন।ঘটনার রাত ২টার সময় আমার দেবর আমাকে ঘুম থেকে ডেকে মৃত্যুর খবর জানিয়ে সে অসুস্থ্য হয়ে পড়ে।নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী জানান রামশীল বাজারের জনৈক ব্যবসায়ীর সঙ্গে সতীশের আর্থিক লেনদেন ছিলো।ঐ ব্যবসায়ী প্রায়ই নিহতের সাথে ঝগড়াঝাটি করতো বলে জানান।খবর পেয়ে পুলিশ সুপার গোপালগঞ্জ মিজানুর রহমান, পিবিআই গোপালগঞ্জ এবং ডিএসবি কনস্টেবল মাসুদ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।