প্রকাশিত : 10-12-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নেতাকর্মীদের মুক্তির দাবিতে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের মানববন্ধন

মোঃ জাহিদুল ইসলাম,করেসপন্ডেন্ট,ভুরুঙ্গামারী,কুড়িগ্রাম।আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পতিত সরকারের আমলে গুম-খুনের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও নাগরিকের মুক্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন করেছে উপজেলার বেশ কয়েক টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা।অদ্য মঙ্গলবার ১০ ই ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় ভূরুঙ্গামারী সরকারি কলেজ ছাত্রদল,ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজ ছাত্রদল,ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদল ও সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।মানববন্ধনে আওয়ামীলীগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবিও জানান তারা।ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের দুঃশাসন,গুম-খুনের রাজনীতি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে।এই ধারা থেকে বের হয়ে নতুন বাংলাদেশ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত এ কাজ করে যাবে বলে আমরা আশা করছি।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেড় হাজারের বেশি নেতাকর্মী ফ্যাসিস্ট সরকারের গুম ও খুনের শিকার হয়েছেন।অবিলম্বে এই সরকারকে সুষ্ঠ বিচার নিশ্চিত করতে হবে।আরেক নেতা ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মাইদুল হোসাইন বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতি বছরের মতো ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আয়োজনে ভূরুঙ্গামারী সরকারি কলেজ ছাত্রদল,ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজ ছাত্রদল,ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদল ও সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলসহ বিশ্ব মানবাধিকার দিবসে স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।আমরা দীর্ঘ দিনের গুম-খুনের রাজনীতি থেকে বের হতে পেরেছি।গত স্বৈরাচার সরকার আওয়ামী লীগ এর বসানো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের ন্যায্য বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহবান জানাই।তিনি আরো বলেন আমরা এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে অঙ্গীকারবদ্ধ যে ছাত্রলীগ যে ধরনের অপরাজনীতি করে গিয়েছে,তাদের মতো ছাত্রদল কখনোই করবে না।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীবান্ধব কর্মকান্ডের মাধ্যমে সবার অধিকার নিশ্চিত করবে।এ সময় আরো অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন,ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মোঃ রেজাউল করিম,যুগ্ম-আহবায়ক মোঃ মোকাদ্দেস হোসাইন,যুগ্ম-আহবায়ক মোঃ মাইদুল ইসলাম শেখ মুকুল,উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ আমিনুর ইসলাম,ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ রোকুজ্জামান রনি,ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখার সদস্য সচিব মোঃ জাহিদ ইরফান ও প্রমুখ