প্রকাশিত : 12-12-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

গোপালগঞ্জে শিক্ষার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে সম্মেলন অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জগোপালগঞ্জে শিক্ষারঃ বর্তমান ও  ভবিষ্যৎ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার ১২ ই ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান,সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ ওহিদ আলম লস্কার ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুবুল আলম।এছাড়াও শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানী,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, গোপালগঞ্জ সালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু সাইদ মোঃ আব্দুল্লাহ,সদর উপজেলার মানিকহার হাজী খোরশেদ সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ মোল্লা সহ আরও অনেকে বক্তব্য রাখেন।এ সম্মেলনে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,প্রশাসনের পদস্থ কর্মকর্তা,বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি,বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।বক্তারা স্কুল,কলেজ,মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে সুশিক্ষা প্রসারে কার্যকরী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।