প্রকাশিত : 14-12-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
বশেমুরবিপ্রবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি অনিক সম্পাদক ফারিহা
নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৬ষ্ঠ রোভার ইন কাউন্সিলের সভাপতি রোভার অনিক কুমার সাহা (ফার্মেসী বিভাগ,২০১৯-২০ ইং সেশন) এবং সাধারণ সম্পাদক ফারিহা (মনোবিজ্ঞান বিভাগ, ২০২১-২২ সেশন)। গত ১২ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার কাউন্সিল মিটিং এ সিদ্ধান্ত গৃহীত হয়।সকল রোভার স্কাউট লিডার, সিনিয়র রোভার মেট, রোভার এবং সকল গার্ল-ইন-রোভারদের উপস্থিতিতে ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের রোভার ইন কাউন্সিল ঘোষনা করা হয়।মোট ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। স্কাউটিং বিশ্বব্যাপী একটি যুব সংস্থা। এর লক্ষ্য যুবকদের শারীরিক ও মানসিক বিকাশ,যাতে করে তারা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।স্কাউটিং তিনটি শাখায় বিভক্ত কাব,স্কাউট এবং রোভার যা বয়স ভেদে পরিলক্ষিত।স্কাউট আইন প্রতিজ্ঞায় বিশ্বাসী এবং সকল ভালো কাজের সঙ্গী।রোভারিং কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ২০২৪-২৫ ইং শিক্ষাবর্ষের রোভার-ইন-কাউন্সিল গঠন করা হয়।