প্রকাশিত : 16-12-2024 || প্রিন্ট এর তারিখঃ Jan 9, 2025

ঘন কুয়াশায়র কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ফের স্বাভাবিক ফেরি চলাচল

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।  পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ঘন কুয়াশায়র কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল।অদ্য সোমবার ১৬ ই ডিসেম্বর সকাল ৯টার দিকে ঘন কুয়াশার ঘনত্ব কমতে থাকলে এসব নৌ রুটে ফেরি ও লঞ্চসহ সব ইঞ্জিনচালিত নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।আরিচা অফিসের বিআইডব্লিউটিসির এজিএম আব্দুল্লাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বিআইডব্লিউটিসির আরিচা অফিস সূত্রে জানান যায় গতকাল রবিবার ১৫ ই ডিসেম্বর দিনগত রাত ২টার দিকে ঘন কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চসহ সব ইঞ্জিনচালিত যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।এ সময় ফেরি ও লঞ্চ পারাপার যাত্রীদেরকে ঘাট এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।