প্রকাশিত : 17-12-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 22, 2024

কোটালীপাড়ায় অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ প্রায় শত শিশু-কিশোর সুস্থ হয়ে বাড়ি ফিরলো

কে এম সাইফুর রহমান,করেসপন্ডেন্ট,গোপালগঞ্জ। গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রাক-বড়দিন অনুষ্ঠানে দুপুরের খাবার (বিরিয়ানি) খেয়ে পেটের পিড়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া প্রায় সেই দুইশত শিশু-কিশোর সুস্থ্য হয়ে মঙ্গলবার ১৭ ই ডিসেম্বর হাসপাতাল ছেড়ে বাড়ী ফিরেছেন।তাদের সকলের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।এতে স্বস্তি ফিরেছে ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসীর মধ্যে।গত সোমবার ১৬ ই ডিসেম্বর সন্ধায় উপজেলার কান্দি ইউনিয়নের চার্চ অব বাংলাদেশ নামক একটি খ্রিস্টিয়ান চার্চে এ ঘটনা ঘটে।জানা যায় অনুষ্ঠানে দুপুরের খাবার হিসেবে ক্রয় করা বিরিয়ানি সকাল ৭ টায় প্যাকেট করে বেলা ১১ টায় চার্চে পৌছে দেয় ধারাবাশাইল বাজারের হোটেল মালিক গোবিন্দ বসু।ঐ খাবার চার্চ কর্তৃপক্ষ শিশু-কিশোরদের মাঝে পরিবেশন করে বিকাল সাড়ে ৩ টায়।প্যাকেট খাবার নিয়ে বাড়ী ফিরে সন্ধ্যায় আহার করে অনাহারী শিশু-কিশোররা।এমনটাই জানান একাধিক অভিভাবকবৃন্দ।সন্ধ্যার পরে অসুস্থ্য হয়ে একে একে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে থাকে।রোগী ও স্বজনদের আহাজারিতে সেখানে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক পরিবেশ। খবর পেয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার, অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা ছুটে যান হাসপাতালে।ইউএনও শাহিনুর আক্তার গভীর দুঃখ প্রকাশ করে হাসপাতালে ভর্তি অসুস্থ শিশু-কিশোরদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন এবং চিকিৎসকের সঙ্গে কথা বলেন।এ ঘটনায় পুরো কোটালীপাড়া উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।গভীর রাত থেকে শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে অসুস্থ শিশু-কিশোরদের। সকাল থেকে পর্যায়ক্রমে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মৃদুল কুমার দাস।তিনি আরো জানান- ফুড পয়জনিং থেকে এ ঘটনা ঘটেছে।রোগীর অভিভাবক পরিমল রায়,বাদল বৈরাগী,জ্যোতীষ মন্ডল জানান-বেশীরভাগ বাচ্চারা সুস্থ্য হয়ে সকালে বাড়ী চলে গেছে অল্প সময়ের মধ্যে আমরা ও যাবো।এ বিষয়ে চার্চ অব বাংলাদেশ কান্দি,মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রিপন কুন্দার বলেন-আমরা ৩ শত শিশুদের খাবার পরিবেশন করেছি,এদের মধ্যে খাবার খেয়ে যারা অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে,তাদের চিকিৎসার সমস্ত ব্যয় ভার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা বহন করবো।কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় সকলেই সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।