প্রকাশিত : 20-12-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 22, 2024

চাঁদপুরে হাজীগঞ্জে পানিতে ডুবে কোলের শিশু সাজিদুর এর মৃত্যু বরণ

বিশেষ প্রতিনিধি,হাজীগঞ্জ,চাঁদপুর। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় সাজিদুর রহমান (১) নামে এক কোলের শিশু পানিতে ডুবে মৃত্যু বরণ করেন।গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিন ইউনিয়নের পাঁচৈ গ্রামের মসজিদ বাড়িতে এ দূর্ঘটনাটি ঘটে। সাজিদ ঐ বাড়ির জহিরুল ইসলাম মানিকের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায় পরিবারের সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সাজিদুর রহমান।পরে তার মৃতদেহ ভেসে উঠলে হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সরেজমিনে গেলে এলাকার বাবুল মিয়া ও মামুন হোসেন বলেন সাজিদ সবে মাত্র নতুন দাড়াতে শিখেছে তার মধ্যে বাড়ীর পুকুরে পড়ে যায়।তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ঘোষণার পর বাড়িতে আনলে সে ২ বার প্রসার্ব করে।তা দেখে পরিবারের লোকজন আবারো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃতই ঘোষণা করেন।হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা বেগম জানান সাজিদ নামে ঐ শিশুকে হাসপাতালে নিয়ে আসে।তবে আনার আগেই তার মৃত্যু হয়।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মহিউদ্দিন ফারুক।