প্রকাশিত : 24-12-2024 || প্রিন্ট এর তারিখঃ Jan 5, 2025

গোপালগঞ্জে শব্দ দূষণ সচেতনতা ও নিরাপদ সড়ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান,করেসপন্ডেন্ট,গোপালগঞ্জ ।গোপালগঞ্জ জেলার পরিবহন চালক ও শ্রমিকদের শব্দ দূষণ সচেতনতা ও নিরাপদ সড়ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গোপালগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার যৌথ আয়োজন করেন গোপালগঞ্জ পরিবেশ অধিদপ্তর ও বিআরটিএ।অদ্য মঙ্গলবার ২৪ ই ডিসেম্বর সকাল ১০ টায় গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির। প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান।শব্দ দূষণের ফলে স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক আলোচনা করেন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নাক,কান ও গলা বিষয়ক বিশেষজ্ঞ ডাঃ পলাশ চন্দ্র সরকার।শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বিষয়ক আলোচনা করেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)'র পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ডাঃ মোঃ রাশেদুজ্জামান।সড়ক নিরাপত্তামূলক আলোচনা করেন বুয়েট'র দুর্ঘটনা রিসার্স ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী মোঃ সাইফুল নেওয়াজ।ট্রাফিক আইন,ট্রাফিক সাইন ও ট্রাফিক সিগন্যাল সম্পর্কে আলোচনা করেন গোপালগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মোঃ মনিরুল ইসলাম। চালকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন সম্পর্কে আলোচনা করেন গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আইয়ুবুর রহমান।কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস,গোপালগঞ্জ বিআরটিএ'র সহকারী পরিচালক (ইঞ্জিঃ) লায়লাতুল মাওয়া। মুক্ত আলোচনা করেন যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার ও গোপালগঞ্জ রিপোটার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সড়ক সম্পাদক মোঃ বিলাশ শেখ, জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিটু কাজী, অটো চালক মোঃ গাউছ শেখ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, গোপালগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুসুফিয়ান মাহবুব, ছাত্র সমন্বয়ক মোঃ রাসেল রায়হান ও মোঃ হাবিবুর রহমান, গোপালগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম, গোপালগঞ্জ বিআরটিএ'র মোটরযান পরিদর্শক জিয়া উদ্দিন, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত এসআই সাইফুল ইসলাম সহধর্মিণী,জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ বিভিন্ন যানবাহনের প্রায় তিন শতাধিক চালক উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জে গত এক বছরে সড়ক দুর্ঘটনায় মোট ১১৯ জন নিহত হয়েছেন বলে জানান।সেই সাথে তিনি নিহতের পরিবারের দুঃখ-দুর্দশার কথা উল্লেখ করে সড়ক ব্যবহারকারী সকলকে নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে সড়ক আইন মেনে চলার উদাত্ত আহবান জানান।এছাড়াও তিনি গোপালগঞ্জের সকল চালকদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনতে সংশ্লিষ্ট সকলকে দিকনির্দেশনা দেন।