প্রকাশিত : 02-01-2025 || প্রিন্ট এর তারিখঃ Jan 7, 2025

লালপুরে ৫ অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

এ জেড সুজন মাহমুদ,লালপুর,নাটোর।নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের ধারায় ওই ইটভাটা মালিকদের ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার ২ রা জানুয়ারি দিনব্যাপী সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারি সচিব রেজওয়ান উল ইসলাম।বিষয়টি নিশ্চিত করে নাটোর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রফিকুল ইসলাম বলেন লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় উপজেলার দুয়ারিয়া,ঈশ্বরদী ও লালপুর ইউনিয়নের ৫ টি অনুমোদনহীন ভাটা ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।এবং তাদের সর্বমোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।জনস্বার্থে এঅভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।ভাটা গুলো হলো এস বি আর ব্রিকস ৩ লক্ষ টাকা,এস আর বি ব্রিকস ৫ লক্ষ টাকা, এ এম বি ব্রিকস ৫ লক্ষ,ডি এস এল ব্রিকস ৩ লক্ষ টাকা,মেসার্স সম্রাট ব্রিক্সস ২ লক্ষ টাকা।তিনি আরও জানান অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলো পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।পরিবেশ অধিদপ্তরের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।