প্রকাশিত : 03-01-2025 ||
প্রিন্ট এর তারিখঃ Jan 7, 2025
রামগঞ্জে এসবিএস এজেন্ট ব্যাংকে কেক কেটে ইংরেজি নববর্ষ পালিত।
মোঃ নুর হোসেন রিপন,রামগঞ্জ লক্ষীপুর। লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ানের চৌধুরী বাজার শাখার সাউথ বাংলা এগ্রিকালচারাল এন্ড কমার্স ব্যাংক এর এজেন্ট শাখায় কেক কেটে ইংরেজি নববর্ষ ২০২৪ ইং সাল'কে বিদায়ে দিয়া ২০২৫ ইংন সাল'কে সাগতম জানান সময় ৩:৩০ মিঃ রোজ বুধবার এই সময় বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন বিদ্যুৎ বিল ওসদস্য সেবা চালু থাকবে আরো ভালো দেয়ার জন্য চেষ্টা করবো এবং কেক কেটে উদযাপন পালন করা হয়।উদযাপন পালন করেন উত্ত ব্যাংকের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নুর আলম সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন মিজানুর রহমান,রফিকুল ইসলাম সহ আরো অনেকে ছিলেন।