প্রকাশিত : 21-05-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
হত্যার উদ্দেশ্যে কুষ্টিয়ার মিরপুরে শিশু বাচ্চাকে মারধর
মোঃ আশিক আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া।কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের হজরাহাটি গ্রামের মোঃশফিকুল ইসলামের শিশু বাচ্চা মোছাঃ রায়া খাতুন (৪)'কে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ পাওয়া যায় তারই প্রতিবেশী একই গ্রামের হাসিবুল ও তার পরিবারের বিরুদ্ধে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় অদ্য ২১/০৫/২৪ ইং মঙ্গলবার মিরপুর উপজেলার হাজরাহাটি মন্ডল পাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলাম এর শিশু কন্যা মোছাঃ রায়া খাতুন (৪) তার বাড়ির পাশে বসে খেলা খেলতে ছিলো।এমন সময় তাদের প্রতিবেশী মোঃহাসিবুল ইসলাম(৩৫)এর কন্যা মোছাঃ হাবিবা খাতুন কৌশলে শিশু রায়া কে আসামি হাসিবুলের বাড়ির ভিতরে নিয়ে যাই এবং ঘরের দরজা বন্ধ করে আসামি হাসিবুলের নির্দেশে হাসিবুলের মা হাসিনা বেগম (৫০)ও মেয়ে হাবিবা (১৭) শিশু রায়াকে এলোপাথাড়ি ভাবে মারতে থাকে।শিশু রায়ার চিৎকার শুনে তার দাদি ও মা আসামি হাসিবুলের বাড়িতে ঢোকার চেষ্টা করে কিন্তু সে সময় হাসিবুলের মা ও মেয়ে শিশু রায়ার মা রুবিনা খাতুন এর উপরেও আঘাত করতে থাকে এক পর্যায়ে শিশু রায়া ও তার মায়ের কান্নার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে এবং শিশু রায়া ও তার মা মোছাঃ রুবিনা খাতুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।জানা যায় দীর্ঘদিন ধরে আসামি হাসিবুল ও বাদী শফিকুলের মধ্যে পূর্ব শত্রুতা চলে আসিতেছে।এর ফলে শিশু রায়ার উপরে এই হামলা বলে ধারণা করা হচ্ছে।বাদি শফিকুলের কাছে এই হামলা সম্বন্ধে জানতে চাইলে তিনি জানান এর আগেও দুইবার তাদের উপর হাসিবুলের নির্দেশে তার পরিবারের লোকজন হামলা করেন এবং মারধর করেন।তিনি আরো জানান আমি যাতে আজকের বিষয় নিয়ে থানায় অভিযোগ না করি সেই বিষয়ে হাসিবুল আমাকে শাসিয়েছে এমনকি দেখে নেওয়ার হুমকি দিয়েছে।তাই আমার ও আমার পরিবারের সদস্যদের জান মালের নিরাপত্তার স্বার্থে আমি আমার স্ত্রী ও শিশু কন্যা রায়াকে নিয়ে সশরীরে মিরপুর থানায় হাজির হয়ে আসামি হাসিবুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলাম।শিশু রায়ার উপরে হামলার অভিযোগের বিষয়ে মিরপুর থানা সেকেন্ড অফিসার সুফল রায়ের কাছে জানতে চাইলেন তিনি জানান শিশু রায়ার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরবর্তীতে আমরা এ ব্যাপারে যথাযোগ্য পদক্ষেপ নেওয়া হবে।