প্রকাশিত : 21-05-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

রংপুরের মিঠাপুকুরে জাল ভোট দেয়ার অভিযোগে এমপি'র ছোট ভাই সহ ৩ জন আটক

মোঃ মানিক মিয়া,ভ্রাম্যমান করেসপন্ডেন্ট।মিঠাপুকুরে জাল ভোট দেয়ার অভিযোগে,রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের এমপি জাকির হোসেন সরকারের ছোট ভাই জাহিদ হোসেন জাহিদসহ ৩ জনকে আটক করেছে মিঠাপুকুর থানা পুলিশ। তবে ২ জনকে গ্রেপ্তার দেখানো হলেও এমপি জাকির হোসেন সরকারের ছোট ভাইকে এখনো গ্রেফতার দেখায়নি মিঠাপুকুর থানা পুলিশ।আটককৃত অপর ২ জন হলো-মিঠাপুকুর দূর্গাপুরের রুমান মিয়া ও শঠিবাড়ির রাশেদ মিয়া।অদ্য মঙ্গলবার ২১ শে মে  সকাল সাড়ে ১০টার দিকে শঠিবাড়ি কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস হোসেন।পুলিশ ও স্থানীয়রা জানায় সকাল পৌনে ১০টার দিকে স্বতন্ত্র এমপি জাকির হোসেনের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান কামু হেলিকপ্টার মার্কার   পক্ষে এমপির ছোট ভাই জাহিদ হোসেনের নেতৃত্বে ৭/৮ জন যুবক শঠিবাড়ি ভোট কেন্দ্রে প্রবেশ করে। এ সময় পুলিশ বাঁধা দিলেও এমপির ছোট ভাই তাদের সাথে চরম অশোভন আচরন করে।এরপর ভোট কেন্দ্রে প্রবেশ করে জোর করে ব্যালট পেপারের একটি বান্ডিল কেড়ে নিয়ে হেলিকপ্টার মার্কায় সীল দিতে থাকে।এ সময় কর্তব্যরত পুলিং অফিসার,প্রিজাইডিং অফিসার ও পুলিশ ওই ভোট কেন্দ্রে এসে এমপির ভাই জাহিদসহ ৩ জনকে আটক করে।মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন বলেন আটককৃতদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের করে জেল দেয়া হয়েছে।তবে স্থানীয় এমপির ভাইয়ের নেতৃত্বে ব্যালটে সিল মারার বিষয়টি তিনি জানেন না বলে জানান।মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস হোসেন ২ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন ২ জনকে গ্রেফতার করা হয়েছে।সাক্ষীরা উপস্থিত বিচারকের সামনে জাকির হোসেন সরকারের ভাইয়ের নাম বলেনি। তাকে আটক করা হয়নি।রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) আবু হাসান মিয়া জানান এমপি জাকির হোসেন সরকারের ছোট ভাইকে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি।এটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিষয়। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।উল্লেখ্য মিঠাপুকুর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা (মোটর সাইকেল),উপজেলা যুবলীগের সাবেক নেতা ও এমপি জাকির হোসেন সরকারের ঘনিষ্ঠভাজন মোঃ কামরুজ্জামান (হেলিকপ্টার) এবং স্বতন্ত্র শাহ সাদমান ইশরাক (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা  করছেন।