প্রকাশিত : 21-05-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
সুনামগঞ্জে প্রেমিকের দেওয়া মোবাইল ফোন ফিরিয়ে নেয়ায় এক কিশোরী আত্মহত্যা
জেলা করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।সুনামগঞ্জে প্রেমিকের দেওয়া মোবাইল ফোন ফিরিয়ে নেওয়ায় শামিমা আক্তার (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে ওই প্রেমিক দুই সন্তানের জনক,তাঁর সাথে প্রেমিকার বিয়ের কথা চলছিল।গতকাল সোমবার ২০ ই মে সন্ধ্যায় ছাতক উপজেলার চরচৌড়াই (আশাকাচর) গ্রামে প্রেমিকার নিজ বাড়িতে ঘটনাটি ঘটে বলে গণয়ামধ্যমকে জানিয়েছেন ছাতক থানার উপপরিদর্শক (এসআই) মোঃ জাহাঙ্গীর আলম।স্থানীয়রা জানান চরচৌড়াই গ্রামের দুই সন্তানের পিতা ইউনুস আলীর সঙ্গে শামীমার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে ইউনুস তাকে বিয়ের প্রস্তাব দেয়।এই প্রস্তাবে মেয়ের পরিবার তাঁদের মেয়ে সব সময় বাবার পরিবারে থাকবে এই শর্তে রাজী হয়।কিন্তু এই শর্তে ইউনুস তাকে বিয়ে করতে রাজি না হয়ে তার দেওয়া মোবাইলটি ঘটনাটির দিন দুপুরে ফিরিয়ে নেয়। হতাশা ও কষ্টে ওই প্রেমিকা আত্মহত্যা করে।প্রসঙ্গত এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।