প্রকাশিত : 24-05-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
সংসদ সদস্য আনার হত্যায় গ্রেফতার ৩ আসামীকে ৮ দিন করে রিমান্ড
বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। ভারতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।অদ্য শুক্রবার ২৪ শে মে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুল ইসলাম তিন আসামির ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে তোলেন।গত রোববার ১২ ই মে ঝিনাইদহর কালীগঞ্জ থেকে কলকাতায় যাওয়ার পরদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান ৩বারের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।বুধবার সকালের দিকে তার খুনের খবর প্রকাশ্যে আসে।পুলিশ বলছে কলকাতার উপকণ্ঠে নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাটে আনারকে খুন করা হয়। খুনের আলামত মুছে ফেলতে দেহ কেটে টুকরো টুকরো করে ফেলা হয়।এরপর সুটকেস ও পলিথিনে ভরে ফেলে দেয়া হয় বিভিন্ন জায়গায়।উল্লেখ্য আলোচিত এই হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত কসাই জিহাদ হাওলাদারকে ১২ দিনের হেফাজতে পেয়েছে কলকাতার গোয়েন্দা পুলিশ।শুক্রবার ২৪ শে মে তাকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বারাসাতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (সিজিএম) এজলাসে তোলা হলে বিচারক শুভঙ্কর এই আদেশ দেন।