প্রকাশিত : 24-05-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আইএইচআরও)'র দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।অদ্য ২৪/০৫/২০২৪ইং বিকেল ১৬০০ঘটিকায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অরগ্যানাইজেশান (আইএইচআরও)'র দ্বিতীয় সাধারণ সভা (আইএইচআরও) ঢাকার মিরপুরস্থ দক্ষিন বিশিল কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সঞ্চালন করেন (আইএইচআরও)'র সাধারণ সম্পাদক শামীম আহমেদ মজুমদার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সুব্রত কুমার সরকার সভাপতি (আইএইচআরও)।উক্ত সভায় উপস্থিত ছিলেন মিসেস মোস্তারি মোরশেদ স্মৃতি সহ-সভাপতি,মিসেস কামরুন নাহার সহ-সভাপতি,মিসেস রুকসানা ইসলাম রুমি উজ্জ্বল কুমার দাস ও সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মোঃ শাহীনুজ্জামান।উক্ত সভায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় অন্যান্য সদস্যরাও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।আগামী ২৮/০৫/২০২৪ইং "ওয়ার্ল্ড মিনিস্ট্রাইশেন ডে" তে উপর অ্যাওয়ারনেস ও ন্যাপকিন বিনামূল্যে বিতরণ অনুষ্ঠিত হবে।এ ছাড়াও ৬৪টি জেলায় গাছ লাগানো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।সংস্থার অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনা করা হয়।