প্রকাশিত : 28-05-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

মাননীয় প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ঝড়-কবলিত পটুয়াখালী পরিদর্শনে যেতে পারেন

জেলা করেসপন্ডেন্ট,পটুয়াখালী।ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার ৩০ শে মে পটুয়াখালীর কলাপাড়ায় যাওয়ার কথা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।অদ্য মঙ্গলবার ২৮ শে মে দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এ তথ্য জানিয়েছেন।জেলা প্রশাসক বলেন আমাদের কাছে তথ্য রয়েছে, আগামী ৩০শে মে মাননীয় প্রধানমন্ত্রী পটুয়াখালী সফর করবেন।তবে আমরা এখনও অফিসিয়ালি কোনো চিঠি পাইনি।মাননীয় প্রধানমন্ত্রীর সফর নিয়ে আমরা কাজ করছি।এছাড়া ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছি আমরা। সময়মতো সব তথ্য জানানো হবে।গত ২৬ শে মে রাত থেকে ২৭ শে মে শেষ রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রেমাল।এর প্রভাবে ঝড়,বৃষ্টি ও জলোচ্ছ্বাসে দেশের বিভিন্ন জেলার মতো উপকূলীয় জেলা পটুয়াখালীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে,বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি,নষ্ট হয়েছে ফসল,ভেঙ্গে গেছে গাছপালা,বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে তার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অসংখ্য এলাকা।