প্রকাশিত : 28-05-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

আইএইচআরও'র উদ্যেগে ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন ডে'র আয়োজন

নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।অদ্য ২৮/০৫/২০২৪ইং রোজ সোমবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অরগ্যানাইজেশান (আইএইচআরও)'র ঢাকার  মিরপুরস্থ দক্ষিন বিশিল কেন্দ্রীয় কার্যালয়ে "ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন ডে" উপলক্ষে ওমেন্স মিনিস্ট্রাইশেন অ্যাওয়ারনেস এন্ড ন্যাপকিন ডিস্ট্রিবিউশান প্রোগ্রাম এর আয়োজন করা হয়।উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অরগ্যানাইজেশান (আইএইচআরও)'র সাধারণ সম্পাদক জনাব শামীম আহমেদ মজুমদার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সুব্রত কুমার সরকার-সভাপতি (আইএইচআরও)।অনুষ্ঠানে (আইএইচআরও)'র বাংলাদেশ প্রতিনিধিগন উপরোক্ত বিষয়ে আলোচনা করেন।উক্ত আয়োজনেউপস্থিত ছিলেন সুব্রত কুমার সরকার-সভাপতি (আইএইচআরও),শামীম আহমেদ মজুমদার,সাধারণ সম্পাদক (আইএইচআরও)রুকসানা ইসলাম রুমি-যুগ্ম সাধারণ সম্পাদক,উজ্জল কুমার দাস-ইভেন্ট ম্যানেজমেন্ট।সভায় বক্তারা সারা বছর ব্যাপী বাংলাদেশের নিম্ন আয়ের প্রাপ্তবয়স্ক মেয়ে ও মহিলাদের,বিভিন্ন শিল্প কলকারখানার শ্রমজীবী মহিলা,স্কুল কলেজের শিক্ষার্থী মধ্যে ফ্রি ন্যাপকিন বিতরণ কার্যক্রমশুরু করতে যাচ্ছে।আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সকল সদস্যকে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানান।উক্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেন জনাব শামীম আহমেদ মজুমদার সাধারণ সম্পাদক  (আইএইচআরও)।