প্রকাশিত : 29-05-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

গোপালগঞ্জের কোটালীপাড়ায় রেমাল'র তান্ডব,উপজেলা প্রশাসন কর্তৃক ত্রান বিতরণ

মোঃ শাহ আলম মিয়া,করেসপন্ডেন্ট,কোটালীপাড়া,গোপালগঞ্জ।গত  রবিবার দিবাগত রাত থেকে সোমবার দিবাগত মধ্যরাত পর্যন্ত দেশের উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়নকারী ঘূর্ণিঝড় রেমাল এর তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে গোপালগঞ্জের কোটালীপাড়া।সরজমিনে দেখা যায় তছনছ হয়ে গেছে কাঁচা-পাকা ঘরবাড়ী।দুমড়ে মুচড়ে পড়ে আছে গাছপালা।ভেসে গেছে হাঁস-মুরগীর খামার মৎস্য ঘের।কোথাও কোথাও ঘরের উপর গাছ পড়ে চুরমার আবাসস্থল। ডুবে গেছে ধানের গোলা।এতে ব্যাপক ক্ষয় ক্ষতির সম্মুখিন হয়েছেন মুক্তিযোদ্ধা,কৃষক,মৎস্যজীবী সহ খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারের লোকজন।কান্দি,শুয়াগ্রাম ইউনিয়ন ও পৌর সভা সহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এ চিত্র। তবে কোথাও জন জীবনের ক্ষয় ক্ষতির কোন খবর পাওয়া যায় নি।পানির তোড়ে ভেঙ্গে গেছে সাতলা-বাগধা প্রকল্প বেড়ী বাধের তিন নং পোল্ডার (উজিরপুর শিবপুর)।হু হু করে ঢুকছে বানের পানি।প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহন না করলে ব্যাপক ক্ষয় ক্ষতির শংকা রয়েছে কান্দি ইউনিয়ন সহ আশপাশের এলাকায়, এমনটাই জানিয়েছেন কান্দি ইউনিয়নের সাবেক সদস্য সোহরাব হোসেন কাজী,সিরাজুল ইসলাম মোল্লা,বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান সহ একাধিক এলাকাবাসী।রেমাল পরবর্তী ত্রান সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ছুটে যেতে দেখা গেছে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তারকে।এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান জানান-ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী প্রায় ২শ ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সহায়তা দেওয়া হয়েছে, ক্ষয় ক্ষতির পরিমান নিরুপনের প্রক্রিয়া চলমান।