প্রকাশিত : 30-05-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

ওমেন্স মিনিস্ট্রাইশেন অ্যাওয়ারনেস এন্ড ন্যাপকিন ডিস্ট্রিবিউশান প্রোগ্রাম এর আয়োজন

নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।অদ্য ৩০/০৫/২০২৪ইং রোজ বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অরগ্যানাইজেশান বাংলাদেশ (আইএইচআরও)'র উদ্যেগে গাজীপুরের টঙ্গীতে হারনেস্ট লেবেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এ মহিলাদের নিয়ে "ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন ডে" উপলক্ষে ওমেন্স মিনিস্ট্রাইশেন অ্যাওয়ারনেস এন্ড ন্যাপকিন ডিস্ট্রিবিউশান প্রোগ্রাম এর আয়োজন করা হয়।উক্ত আয়োজনে জনাব সুব্রত কুমার সরকার-সভাপতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আইএইচআরও) বাংলাদেশ অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করেছেন।উক্ত আয়োজনেউপস্থিত ছিলেন মিসেস কামরুন্নাহার,সহ-সভাপতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আইএইচআরও),রুকশানা ইসলাম যুগ্ম-সচিব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আইএইচআরও),উজ্জল কুমার দাস-ইভেন্ট ম্যানেজমেন্ট আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আইএইচআরও) ও আইএইচআরও ভলান্টিয়ার্স সহ সকলে একত্রিত হয়ে অনুষ্ঠানটি  সুন্দরভাবে সম্পন্ন করেন।