প্রকাশিত : 31-05-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
জেলা গোয়েন্দা শাখা'র বিশেষ অভিযানে ১ কেজি গাজা ও মোটরসাইকেল সহ ১ জন গ্রেফতার
মোঃ মানিক মিয়া,ভ্রাম্যমান করেসপন্ডেন্ট।লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ০১ (এক) কেজি মাদকদ্রব্য গাজা, একটি আরটিআর মোটর-সাইকেল সহ একজন আসামী আটক করা হয়।লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল লালমনিরহাট থানাধনী কুলাঘাট ইউপির শিবের কুঠি গ্রামের সাক্ষী মোঃ এরশাদুল হক (৩৫),পিতা-মোঃ জয়নাল আবেদীন এর বসতবাড়ীর সামনে বাহির আঙ্গিনার উপর একটি নীল রংয়ের আরটিআর মোটর-সাইকেল যাহার রেজিঃ নং-কুড়িগ্রাম-ল-১১-২৯৬৭ এর সীটের নীচে বিশেষ কায়দায় রক্ষিত সাদা রংয়ের পলিথিন দিয়ে মোড়ানো ১ টি পোটলায় ১ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ আসামী মোঃ কালাম (৫৮), পিতা-মৃত মাজাহারুল ইসলাম, মাতা-মৃত জোবেদা খাতুন, সাং-ইসলাম নগর ৩ নং ওয়ার্ড, ইউপি-প্রাগপুর,থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া কে ইং ৩০/০৫/২০২৪ ইং তারিখ রাত- ২২.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয় । এ বিষয়ে লালমনিরহাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।