প্রকাশিত : 03-06-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
লালমনিরহাটে বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ে কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন
ফারুক আহমেদ সূর্য জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট।অসাম্প্রদায়িক চেতনায় ''কবি নজরুল ইসলাম'' প্রতিপাদ্য নিয়ে লালমনিরহাট বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ে হামদ্-নাত,কবিতা আবৃত্তি,নজরুল সংগীত ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।অদ্য সোমবার ৩ রা জুন সকাল ১১ টার দিকে দ্বিতল স্কুল অডিটোরিয়ামে বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের সংগীত একাডেমির আয়োজনে নজরুলের জীবনীর উপর পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসেনা বেগম মিনা।এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত,শেখ শফিউদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ এন্তাজুর রহমান,গিয়াসউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিবুর রহমানসহ স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।