প্রকাশিত : 05-06-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
কুমিল্লার মুরাদনগর থানার সামনে পুলিশ পরিচয়ে মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ
মোঃ রুবেল মিয়া,মুরাদনগর,কুমিল্লা।কুমিল্লা জেলার মুরাদনগর থানার সামনে পুলিশ পরিচয় একজন মাছ ব্যবসায়ীর কাছ থেকে এক লক্ষ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গিয়েছে।গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মুরাদনগর থানার প্রবেশের মূল ফটক এই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানা যায়।ছিনতায়ের শিকার মৎস ব্যবসায়ী মনোরঞ্জন চন্দ্র সরকার জানান তারা মাছ কেনার জন্য উপজেলা বিভিন্ন বাজারে যায়।তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে বাঙ্গরা বাজারে মাছ সংগ্রহের জন্য প্রয়োজনীয় টাকা পয়সা নিয়ে মাছ কিনতে যায়।পর্যাপ্ত পরিমাণ মাছ না পাওয়ায় মৎস্য ব্যবসায়ী সেখান থেকে ফিরে আসে।এমন সময় মুরাদনগর এর আল্লাহ চত্বরে ছয় জন সাদা পোশাকে পুলিশ পরিচয় তাদের পিকআপ ভ্যান আটকায় এবং তাদেরকে তল্লাশি করার চেষ্টা করে।এমন সময় ভুক্তভোগী থানার ভিতরে তাদেরকে তল্লাশি করার জন্য অনুরোধ করে।সেই মোতাবেক তারা থানার সামনে প্রধান ফটোকে পিকআপ ভ্যানটি থামায়। ভুক্তভোগী মনোরঞ্জন চন্দ্র সরকার থানার ভিতরে প্রবেশ করতে চাইলে জোরপূর্বক থানার প্রধান ফটকের সামনেই তাদের তল্লাশি করতে চায়। ভুক্তভোগীর ড্রাইভার এর কাছে রাখা এক লক্ষ টাকা এবং ভুক্তভোগীর কাছে থাকা টাকা পুলিশ পরিচয়ে দানকারী ছয় ব্যক্তি ছিনিয়ে নেয়।তারপর তাদের সাথে থাকা মাইক্রো বাসে করে ছয় ব্যক্তি গোমতী নদীর বেরি বাদ দিয়ে পশ্চিম দিকে চলে যায় বলে জানা যায়। ভুক্তভোগী উক্ত বিষয়ে মুরাদনগর থানায় অভিযোগ দিতে গেলে তারা সকাল দশটায় অভিযোগ নিয়ে আসতে বলেন।সকালে ভুক্তভগী অভিযোগ নিয়ে গেলে দায়িত্ব-রত পুলিশ সদস্য অভিযোগ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।এ বিষয়ে জানার জন্য মুরাদনগর থানায় দায়িত্ব অফিসার ইনচার্জ কে ফোন করা হলে তিনি আমাদের ফোন ধরেননি তার বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।