প্রকাশিত : 05-06-2024 ||
প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024
টাঙ্গাইলে জাল ভোট দেওয়ার সময় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে ১৫ দিনের কারাদন্ড আটক
জেলা করেসপন্ডেন্ট,টাঙ্গাইল।টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় জাল ভোট দেওয়ার সময় একটি কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে।পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাল ভোট দেওয়ার অপরাধে ওই প্রিসাইডিং কর্মকর্তাকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।অদ্য বুধবার ৫ ই জুন বিকেলে উপজেলার হেমনগর ইউনিয়নের খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা খায়রুল ইসলামকে হাতেনাতে ধরে ফেলেন নির্বাহী ম্যাজিস্টেট।দন্ডপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা খায়রুল ইসলাম খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।তথ্যসূত্রে জানা যায় ৪র্থ ধাপে গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের শেষ সময়ে একজন প্রার্থীকে ৫টি জাল ভোট দেয়।পরে সিলযুক্ত ব্যালটপেপার বাক্সে ফালানোর সময় সেখানে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস তাকে হাতেনাতে ধরে ফেলেন।পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই কর্মকর্তাকে কারাদন্ড প্রদান করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।