প্রকাশিত : 06-06-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

বাজেটে কৃষিখাতে ২ হাজার ৮৮৫ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ। ২০২৪-২৫ ইং অর্থ বছরের নতুন বাজেটে কৃষিখাতে (কৃষি,খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ) ৩৮ হাজার ২৫৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।গত ২০২৩-২৪ ইং অর্থ বছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৩৭৪ কোটি টাকা।প্রস্তাবিত বাজেটে কৃষিখাতে ২ হাজার ৮৮৫ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে।অদ্য বৃহস্পতিবার ৬ ই জুন জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন নতুন নতুন উদ্ভাবন এবং কৃষি উৎপাদন সহায়ক নীতিকৌশল কৃষি খাতে বিপ্লবের মূল চালিকা শক্তি হিসেবে ভূমিকা রেখেছে।বিভিন্ন প্রকার ফসলের উন্নত এবং প্রতিকূলতাসহিষ্ণু জাত উদ্ভাবন,চাষাবাদ প্রযুক্তি আবিষ্কার,উদ্ভাবিত জাত ও প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ, সুলভ মূল্যে সার ও বীজসহ কৃষি উপকরণ সরবরাহ,সেচ এলাকা সম্প্রসারণ,উত্তম কৃষি চর্চা অনুসরণ,কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে।অর্থমন্ত্রী বলেন খাদ্য সংকট মোকাবিলায় ফসল উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রেখে কৃষিকে আরও বহুমুখীকরণ,অধিক পুষ্টিমান সম্পন্ন বিভিন্ন ফসল উৎপাদন এবং আমদানি নির্ভরতা হ্রাস করে রপ্তানি বাজার সম্প্রসারণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।ফলে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক সংকট সত্ত্বেও কৃষি উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে,যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অর্থনীতিকে সুদৃঢ় করেছে।অর্থমন্ত্রী আবুল হাসান আরও বলেন খাদ্যের অপচয় রোধ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য গুদামের ধারণ ক্ষমতা ২১.৮৬ লাখ মেট্রিক টনে উন্নীত করা হয়েছে এবং আগামী অর্থ বছরে তা ২৯ লাখ মেট্রিক টনে উন্নীত করা হবে।