প্রকাশিত : 08-06-2024 || প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024

নর্থ পিনাকল ইন্টারন্যাশনাল স্কুলে ফল উৎসবের আয়োজন

ফারুক আহমেদ সূর্য জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট।নর্থ পিনাকল ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার ৮ ই মে ফল উৎসবের আয়োজন করা হয়।উৎসবের স্টলে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের আনা দেশি-বিদেশি হরেক রকমের ফলের প্রদর্শনী করা হয়।সকাল ১১টার দিকে শেখ কামাল স্টেডিয়াম রোডস্থ নর্থ পিনাকল ইন্টারন্যাশনাল স্কুল হলরুমে।এতে  প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল সুরেন্দ্র নাথ বর্মা।এ সময় তিনি বলেন নর্থ পিনাকল ইন্টারন্যাশনাল স্কুল পরিবার সবসময় চাই আমাদের শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করতে পারে৷ সেকারনেই এই ব্যতিক্রমি আয়োজন।এবং এই আয়োজন প্রতি গ্রীষ্মেই অব্যাহত থাকবে। এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিভিন্ন ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আজকের এই ফল উৎসব।উৎসবে বিশেষ অতিথি ছিলেন স্কুলের চেয়ারম্যান শুভাশীষ বর্মা।এ সময় আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দগণ।ফল উৎসবে এ দর্শনার্থীদের সেসময় স্কুলের প্রশংসা করতে শোনা যায়।